এক হলেন মিঠুন-দেব

২৫৩
যে কারণে এক হলেন মিঠুন-দেব

টালিউডের বহু তারকা রাজনীতির সঙ্গে যুক্ত। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেব তাদের মধ্যে অন্যতম। দুজন দু’দলের হওয়ায় তাদের রাজনৈতিক মতাদর্শও ভিন্ন। তবে সেসবকে পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন দুই তারকা। পর্দায় বাবা-ছেলের রূপে হাজির হবেন তারা।

বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন পরিচালক অভিজিৎ সেন। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে এর কাজ কয়েক মাস পিছিয়ে যায়। অবশেষে দৃশ্যধারণ শুরু করেছেন নির্মাতা। আপাতত মিঠুন ও দেবের ঠিকানা কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি।

মিঠুন বলেন, ‘যে কাজ ভালো লাগে সেটাই করি। প্রজাপতিতে অনেকদিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’

অন্যদিকে দেব বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।’

মিঠুন-দেব ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে থাকছেন মমতা শঙ্কর, শ্বেতা ভট্টাচার্য, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জির মতো শিল্পীরা। আসছে বড় দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

সূত্র: আনন্দবাজার

Comments are closed.