এবার বাংলাদেশে মাথার টাক পড়া নিয়ে ওয়েব সিরিজ

0 ৫৬৫

বিনোদন ডেস্ক: চলতি বছরের শেষের দিকে ভারতে অপরিণীত ব বয়সে চুল ঝরে পড়ার সমস্যা বা টাক মাথার গল্প নিয়ে একাধিক ছবি নির্মিত হয়েছে। বলিউড নির্মাণ করেছে ‘বালা’, ‘উজরা চামান’ আবার টলিউডে মুক্তি পাবে ‘টেকো’। এবার সেই ধারাবাহিকতায় একই বিষয়বস্তু নিয়ে বাংলাদেশেও তৈরি হয়েছে ওয়েব সিরিজ। নাম ‘স্টেডিয়াম’।

এটি নির্মাণ করেছেন কাজল আরেফিন ওমি। ধানমন্ডি, উত্তরাসহ রাজধানীর বেশ কিছু স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে।

নির্মাতা কাজল আরেফিন ওমি বলেন, ‘চুল সমস্যা বা টেকো মাথা এই বিষয়টির সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। এই বিষয়বস্তু নিয়ে পাশের দেশেও অনেক ছবি নির্মাণ হয়েছে। এবার আমি আমার গল্পে এই বিষয়বস্তুটি বেছে নিয়েছি। তবে গল্পটা একটু ভিন্ন। আমাদের গল্পে মজার কিছু ঘটনা উঠে আসবে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘স্টেডিয়াম’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, সানজানা রিয়াসহ অনেকে।

আসছে ভালোবাসা দিবসে ‘স্টেডিয়াম’ প্রচার হবে মোশন রক এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে।

Leave A Reply

Your email address will not be published.