ওসির ঘটনাস্থল পরিদর্শন পাইকগাছায় একই পরিবারের ৪ সদস্যোর জ্ঞান ফিরেছে

৬২৮

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় অজ্ঞান পার্টির কবলে আহতদের ২৪ ঘন্টা পর জ্ঞান ফিরেছে। এরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সুস্থ্য রয়েছেন। এদিকে রহস্য উদঘাটনের জন্য শনিবার দুপুরে ওসি মোঃ এজাজ শফী ঘটনাস্থল লস্কর ইউপির উত্তর খড়িয়া গ্রামে ক্ষতিগ্রস্থদের বাড়ী পরিদর্শন করেছেন।

 

এ সময় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জান তুহিন, মেম্বর অরবিন্দ মন্ডল উপস্থিত ছিলেন।

 

এসআই আব্দুল হালিম জানান, এ ঘটনায় বেশকিছু আলামত সংগ্রহ করা হযেছে। উল্লেখ্য বৃহস্পতিবার গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে করলে একই পরিবারের বিমল মন্ডল, তার ছেলে শুশান্ত, বৌমা সুমতি ও তার শিশুপুত্র রুদ্রের জ্ঞান হারালে হাসপাতালে ভর্তি করা হয়।