কঠিন পরীক্ষার সামনে ঢাকা, দল হিসেবে খেলার তাগিদ তামিমের

২৯৪
ঢাকার ওপেনার তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে সবচেয়ে ফেভারিটের তকমা পাওয়া দল মিনিস্টার গ্রুপ ঢাকা। যেখানে আছেন তামিম ইকবাল-মাশরাফীদের মতো তারকারা। নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ।

তবুও টুর্নামেন্ট শুরুর পর সবচেয়ে ব্যাকফুটে অবস্থায় আছে ঢাকা। বিপিএলের প্রথম পর্বে সবচেয়ে বেশি চার ম্যাচ খেলেছে দলটি। কিন্তু চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। একটি জয়ে দুই পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তলানীতে। সবমিলিয়ে টুর্নামেন্টের পরের রাউন্ডে যেতে তাদের সামনে কঠিন পরীক্ষা। বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই তাদের।

দল হিসেবে এখনো পুরোপুরি জ্বলে উঠতে পারেনি ঢাকা। চোটের কারণে প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি দলটির তারকা পেসার মাশরাফী বিন মোর্ত্তজা। গতকাল দলের চতুর্থ ম্যাচে ফিরলেও ব্যাটারদের ব্যর্থতায় দলকে রক্ষা করতে পারেননি।

প্রথম দুই ম্যাচে তামিম রানে থাকলেও পরের দুই ম্যাচে ব্যর্থ। ফর্মে নেই মোহাম্মদ নাঈম। চার ম্যাচের সবগুলোতেই মন্থর ব্যাটিং নিয়ে সমালোচিত তিনি। এখনো জ্বলে উঠতে পারেননি দলটির বেদেশিদের মধ্যে বড় তারকা আন্দ্রে রাসেল। সবমিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি তারকাবহুল ঢাকা।

দলটির ওপেনার তামিম ইকবাল মনে করছেন এখনো দল হিসেবে খেলতে পারেননি তারা। পরের রাউন্ডে উঠতে তাই দল হিসেবে জ্বলে ওঠার তাগিদ তামিমের।

ঢাকার ওপেনার তামিম বলেন, ‘আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। চার ম্যাচে এক জয়। বাকি ছয় ম্যাচে বেশির ভাগই জিততে হবে, কোয়ালিফাই করতে হয়তো চারটি জিততে হবে। কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। দল হিসেবে আমরা দারুণ ভারসাম্যপূর্ণ। দলে দারুণ কিছু খেলোয়াড়ও আছেন। কিন্তু দল হিসেবে আমরা খেলতে পারছি না।’

নিজেদের ব্যর্থতার কারণ নিয়ে তামিম বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই একটা কারণ। আমার কাছে মনে হয় যে, তিনটা ম্যাচেই, এমনকি যে ম্যাচ জিতেছি, ওটাও খুব সৌভাগ্যবশত জিতেছি আমরা। এমন নয় যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিং ভালো ছিল, ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটাই কারণ। এর চেয়ে বেশি কিছু নয়।’

Comments are closed.