করোনায় আক্রান্ত মেসি

১৪৬
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

ইউরোপে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। আঘাত লেগেছে ফ্রেঞ্চ লিগের অন্যতম সেরা দল পিএসজিতে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিসহ দলটির চার ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মেসি ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন মিডফিল্ডার হুয়ান বেরনাত, সার্জিও রিকো ও নাথান বিতুমাজাল।

পিএসজি ক্লাব এক বিবৃতিতে জানায়, করোনা টেস্টে আমাদের চার ফুটবলার পজেটিভ হয়েছেন। আমরা তাঁদের দল থেকে আলাদা করে কোয়ারেন্টিনে রেখেছি। তাঁরা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছেন।

সম্প্রতি ছুটি কাটাতে মেসি সপরিবারে আর্জেন্টিনায় গিয়েছিলেন। ফ্রান্সে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার পর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

এই মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। আগামীকাল সোমবার ফরাসি কাপের ম্যাচ খেলবে পিএসজি। তৃতীয় বিভাগের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা তাদের। সেই ম্যাচে খেলা হচ্ছে না এই চার ফুটবলারের।

Comments are closed.