করোনা নিয়ে যা বললেন জো রুট

0 ২১৬

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের গিয়েছিলেন ইংলিশ ক্রিকেট দল। প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন তারা। এরপরই অবনতি ঘটতে থাকে করোনা পরিস্থিতির। একের পর এক দেশ লকডাউন করে দেয়া হয় করোনার বিস্তার রোধে। বাদ যায়নি রুটদের ইংল্যান্ডও। করোনার প্রভাব বাড়তে থাকায় যুক্তরাজ্যেও চলছে লকডাউন।

সেই নির্দেশ মেনেই বাড়িতে বসে সময় কাটছে ইংল্যান্ড অধিনায়ক রুটের। এরই মাঝে নিজের সামাজিক দায়িত্ব পালনে, সবাইকে সচেতন করার লক্ষ্যে এক জরুরি বার্তা দিয়েছেন রুট। করোনার বিস্তার রোধে যা করণীয়, সে ব্যাপারেই মূলত নির্দেশনা দিয়েন রুট।

টুইটারে এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘জীবন বাঁচাতে সাহায্য করতে, আপনাকে অবশ্যই ঘরে থাকতে হবে। শুধুমাত্র খাবার, ওষুধ ও ব্যক্তিগত জরুরি কাজেই ঘর থেকে বের হন। তবে দয়া করে একে অপরের সঙ্গে অন্তত দুই মিটার দূরত্ব বজায় রাখুন। এটা জরুরি বার্তা, ঘরে থাকুন, জীবন বাঁচান।’

Leave A Reply

Your email address will not be published.