করোনা পজেটিভ নিয়ে পালিয়ে আসা আমিরুলকে যশোর হাসপাতালে ফেরত পাঠালো প্রশাসন

0 ২৫৮

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: করোনা পজেটিভ নিয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে আসা বাংলাদেশের পাসপোর্টধারী পাইকগাছার নাগরিক আমিরুল সানাকে উদ্ধার করে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে ফেরত পাঠানো হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ্যাম্বোলেন্স যোগে তাকে ফেরত পাঠায়।

 

উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২) ভারত থেকে দেশে আসার সময় সীমান্তে চেকপোস্টে কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়। ওই সময় কর্তৃপক্ষ তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে আমিরুল সানা হাসপাতাল থেকে পালিয়ে পাইকগাছায় চলে আসে।

 

এদিকে খবর পেয়ে সোমবার রাত ৮টার দিকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে এ্যাম্বোলেন্স যোগে তাকে ফেরত পাঠায়। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের আহমদ সানার ছেলে আমিরুল সানা (৫২) ভারত থেকে দেশে আসার সময় সীমান্তে চেক করার সময় তার কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.