কাজল নিজের সিনেমা দেখেন না

৫৫২

বিনােদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল জানিয়েছেন, তিনি নিজের অভিনীত সিনেমাগুলো দেখতে পছন্দ করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘আমি আমার নিজের সিনেমা খুব একটা দেখি না। আমার ভীষণ খারাপ লাগে। আমি সিনেমা দেখি না। আমি পাঠক, পড়তে ভালোবাসি, তাই সিনেমা কম দেখি।

তার এই মন্তব্য ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে বহু সফল সিনেমায় অভিনয় করলেও নিজের কাজ না দেখার বিষয়টি অনেকের কাছেই অপ্রত্যাশিত।

তবে যখন জানতে চাওয়া হয়, কোন ছবিগুলো তিনি আবার বড় পর্দায় দেখতে চান, কাজল জানান, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘প্যায়ার তো হোনা হি থা’— এই দুটি ছবি তিনি প্রেক্ষাগৃহে আবার দেখতে চান।

এর আগে তার আরেক জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ পুনরায় মুক্তি পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি কাজলের একটি নতুন টক শো আসছে শিগগিরই। নাম ‘টু মাচ উইথ কাজল ও টুইঙ্কল’। এতে কাজলের সঙ্গে থাকবেন অভিনেত্রী টুইঙ্কল খান্না। এই অনুষ্ঠান ঘিরেও বলিউডে আগ্রহ তৈরি হয়েছে।