কাবুলে পাসপোর্ট অফিস গেটে ‘আত্মঘাতী বোমা হামলাকারীকে’ হত্যা

১৯৬
আফগানিস্তানের রাজধানী কাবুল। ছবি : রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলের পাসপোর্ট অফিসের গেটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দাবি, দেহে বোমা বেঁধে আত্মঘাতী হামলার উদ্দেশ্যে পাসপোর্ট অফিসের কাছে অবস্থান করছিলেন ওই ব্যক্তি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ব্যক্তি যখন অফিসে ঢোকার জন্য এগোচ্ছিলেন- তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং তার ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় আসীন হওয়ার পর কয়েক দফা বোমা হামলা হয়েছে। প্রথম হামলাটি ঘটেছিল ২৬ আগস্ট, কাবুল বিমানবন্দরে। সেই হামলায় ১৩ মার্কিন সেনাসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছিলেন।

তারপর গত অক্টোবর-নভেম্বরে কান্দাহার, নানগারহার ও কুন্দুজ প্রদেশে হয়েছে বোমা হামলা। এসব হামলায় নিহতের মোট সংখ্যা দুই শতাধিক। ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর অন্যতম মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের মায়ের জানাজাতেও বোমা হামলা হয়েছে কিছুদিন আগে।

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) এসব হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, বৃহস্পতিবার কাবুলের পাসপোর্ট অফিসে যখন ওই সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীকে হত্যা করা হয়, তখন জনাকীর্ণ ছিল অফিস। আকস্মিক গুলির শব্দে আতঙ্কিত সেবাগ্রহীতাদের ছুটোছুটিতে কয়েকজন আহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছেন একজন তালেবান প্রত্যক্ষদর্শী।

Comments are closed.