কুড়িগ্রামের রৌমারীর বর্ন্যাতদের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

৩০৫

মাজহারুল ইসলাম,রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: উপজেলার ৫ নং যাদুর চর ইউনিয়নের বানভাসিদের ত্রান সামগ্রী দেওয়ার সময় তিনি তার বক্তব্যে বলেন যথেষ্ট ত্রান সামগ্রী রয়েছে কোন সমস্যা হবেনা বললেন গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি আরও বলেন ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার পূর্বাঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়েছে।আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহযোগিতা করা হবে।

ত্রান সামগ্রী বিতরনের প্রধান অতিথি হিসেবে উপস্তিতি ছিলেন গন শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন,বিশেষ অতিথিরা হলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  মাহমুদা আক্তার সুতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,ইউপি চেয়ারম্যান সরবেশ আলী, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাংলা টিভির প্রতিনিধিঃ মাজহারুল ইসলাম,রৌমারী প্রেসক্লাবের সভাপতি সুজাউল ইসলামসহ আরও অনেকেই।

উপজেলার পানি বন্দি অসহায় মানুষদের পর্যায়ক্রমে সবাইকে ত্রান সামগ্রী পৌছে দেওয়া হবে এমনটা জানিয়েছে উপজেলা প্রকল্প কর্মকর্তা আজিজুর রহমান।

Comments are closed.