কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী জাকির হোসেন

১৬৭

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরের শিক্ষার গুণগত মান উন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা টানা বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন (এমপি) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আরো উপস্থিত ছিলেন, শেখ আব্দুল্লাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ রৌমারী, আকবর হোসেন হিরো চেয়ারম্যান রাজিবপুর উপজেলা পরিষদ, অমিত চক্রবর্তী উপজেলা নির্বাহী অফিসার রাজিবপুর, শামছুল আলম প্রধান আলোচক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোজাফ্ফর হোসেন ভাইস চেয়ারম্যান, মাহমুদা আকতার স্মৃতি মহিলা ভাইস চেয়ারম্যান, রেজাউল ইসলাম মিনু সাধারন সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আলহাজ্ব আব্দুল কাদের সরকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ও চেয়ারম্যান বন্দবেড় ইউনিয়ন পরিষদ, আইবুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রধানগণ।

এসময় শিক্ষকদের পক্ষে রৌমারী রাজিবপুর উপজেলায় যে সকল প্রতিষ্ঠান নন এমপিও ভূক্ত সেই প্রতিষ্ঠান গুলিকে দ্রুত এমপিও ভূক্ত করণ, ৬০% চর ভাতা প্রদান, শত ভাগ উপবৃত্তি প্রদান, ডিজিটাল ল্যাব স্থাপনসহ আরো অনেক দাবী তুলে ধরে বক্তব্য দেন আবু হোরায়রা প্রধান শিক্ষক রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় । অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারি শিক্ষক মোয়াক্ষের আলম সোনা।

Comments are closed.