ক্লাবের মালিক হলেন ব্রাজিলীয় তারকা রোনালদো

১৬৭

অনেক নামি ক্লাবে মাতিয়েছেন সাবেক ব্রাজিল তারকা রোনালদো নাজারিও। তবে তাঁর বেড়ে ওঠা নিজ দেশের ক্লাব ক্রুজেইরোতে। এটিই রোনালদোর প্রথম ক্লাব। স্বাভাবিকভাবে এই ক্লাবের প্রতি তাঁর টানও অন্যরকম। তাইতো ক্রুজেইরো বিক্রি হবে জেনে কিনতে দেরি করলেন না রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে নিজের প্রথম ক্লাবটি কিনে নিলেন ব্রাজিল সুপারস্টার।

স্প্যানিশ সংবাদমাধ্যমে মার্কার প্রতিবেদন অনুসারে, লিভারপুলের মালিক পক্ষ ফেনওয়ে স্পের্টস গ্রুপকে হটিয়ে ক্রুজেইরোর মালিক হলেন রোনালদো। এক ভিডিও বার্তায় রোনালদোর ক্লাব কেনার খবরটি জানান ক্লাবটির সভাপতি সার্জিও সান্তোস রদ্রিগেজ। ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, ‘এ চুক্তি করতে পেরে আমি খুব খুশি।’

রোনালদো বলেন, ‘ক্রুজেইরোকে আমার অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে। প্রাপ্য জায়গায় নিতে হবে। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। এখনও উদযাপন করার মতো কিছুই নেই। তবে ক্রুজেইরোকে আবারও দুর্দান্ত করার জন্য আমরা অনেক কঠোর পরিশ্রম করব। অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এসেছি।’

ব্রাজিল তারকা আরও বলেন, ‘আমাদের সামনে এখন অনেক কাজ। আমি চাইব, সমর্থকরা আমাদের সঙ্গে থাকুন, আবার মাঠে আসুন। কারণ, আমাদের এখন অনেক শক্তি লাগবে, একতা লাগবে। আমার লক্ষ্য ক্রুজেইরোকে আবার সেরা ক্লাবে পরিণত করা।’

১১ বছর বয়সে রোনালদোর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তখন থেকেই পড়াশুনায় আগ্রহ হারান তিনি। এরপর বেছে নেন ফুটবল। তারপরই শুরু হয় ফুটবলে রোনালদোর পথচলা। ১৯৯৩ সালে ক্রুজেইরোতে যোগ দেন তিনি। যেটা ফুটবলে তাঁর প্রথম পেশাদার ফুটবল ক্লাব।

Comments are closed.