খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট এসেছে, চিকিৎসা শুরু

৩২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপসি রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তাঁর চিকিৎসাও এরই মধ্যে শুরু হয়েছে।

আজ রোববার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসকদলের সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তবে রিপোর্টের ফলাফল নিয়ে কোনো কথা বলতে রাজি হননি খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির নেতারা।

খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’

সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়ে গিয়েছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার যায়। মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে।

বর্তমানে খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে বলে জানা গেছে।

Comments are closed.