খেলাধুলার মাধ্যমেই সম্পর্কের উন্নয়ন ঘটে- নওগাঁ জেলা প্রশাসক

0 ১৮০
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : খেলাধুলার মাধ্যমেই সম্পর্কের উন্নয়ন ঘটে বলে মন্তব্য করেছেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। বুধবার রাতে নিয়ামতপুর অফিসার্স ক্লাবের আয়োজনে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টে শেষে পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে আরও বলেন, খেলাধুলা যেমন শারীরিক গঠন ঠিক রাখতে সহায়তা করে তেমনি মানসিক প্রশান্তিও নিয়ে আসে। খেলাধুলা করলে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করা যায়।
এ সময় নিয়ামতপুর অফিসার ক্লাবের সভাপতি ও ইউএনও ফারুক সুফিয়ানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন মন্ডল প্রমূখ।
উল্লেখ্য টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করে। ফাইনালে জেলা প্রশাসক দল বনাম ধামুরহাট উপজেলা নির্বাহী অফিসার দলকে ২১-১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে জয়ী ও বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.