খেলোয়াড়দের #মিটু নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে না!

0 ২৭৭

বিনোদন ডেস্ক: ২০১৮-এ হঠাৎ করেই বলিউডে #মিটু-র ঝড় আছড়ে পড়ে। এই ঝড়ে একাধিক তারকার নাম সামনে এসেছে। গায়ক থেকে অভিনেতা, প্রযোজক, পরিচালক সকলের বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। তবে কেন বারংবার বলিউড ইন্ডাস্ট্রিকে মিটু নিয়ে প্রশ্ন করা হচ্ছে, এই বিষয়ে সরব হলেন দীপিকা পাডুকোন।

অভিনেত্রীর মতে, এই একই প্রশ্নগুলো কেন খেলোয়াড়দের করা হয় না? শুধু কেন অভিনেতাদের এইসব প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে?

দীপিকা বলেছেন, #মিটু নিয়ে অভিনেদের অনেক প্রশ্ন করা হয় কিন্তু কোথাও খেলোয়াড়দের এই বিষয়ে জিজ্ঞেস করা হয় না। এমনকি কোনও সাক্ষাতকারেও সাংবাদিকরা তাদেরকে #মিটু নিয়ে একটিও কথা বলেননি। এটা শুধু বলিউড ইন্ডাস্ট্রিতে নয় বিভিন্ন জায়গায় ঘটে থাকে, কিন্তু শুধু তারকাদেরই প্রশ্ন করা হয়ে থাকে। বলি ইন্ডাস্ট্রি ছাড়াও এমন অনেক জায়গা রয়েছে যেখানে এই ধরণের ঘটনা ঘটে আর আমাদের প্রত্যেকেই তা খুঁজে বের করতে হবে। শুধু ইন্ডাস্ট্রি বা অভিনেতাদের প্রশ্ন করলে চলবে না।

প্রসঙ্গত, অভিনেত্রী তনুশ্রী দত্ত প্রথম #MeToo নিয়ে মুখ খোলেন। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন তনুশ্রী। ২০০৯ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের দৃশ্যে নানা পাটেকর তার সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ করেন তনুশ্রী।

Leave A Reply

Your email address will not be published.