গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: ফখরুল

0 ৭৫৩

12688_udবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‍“আওয়ামী লীগ জনগণের উপর একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। পঞ্চদশ সংশোধনী রিট হওয়ার পর থেকে তা বাতিলের জন্য বিএনপি আন্দোলন করে আসছে।  তাই স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি বৃহস্পতিবার দুপুরে (সাড়ে ৩টায়) ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পূর্বে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, “২০১৪ এর ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে দেশে গণতন্ত্র বিদায় নিয়েছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষের উপর যে স্বৈরশাসন চেপে বসেছে তা থেকে মুক্তি পেতে দেশের সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ আন্দোলনর মাধ্যমে তা প্রতিহত করবে। তাই মধ্যবর্তী নির্বাচন নয়, অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন চায় বিএনপি। এসময় জেলা বিএনপির অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ব্রেকিংনিউজ.কম.বিডি।

Leave A Reply

Your email address will not be published.