গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্র-রিজভী

৯৩৯

143756rijvi-1_kalerkantho_pic-696x418বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ায়কে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রিজভী বলেন, এমনিতেই সরকারের লুটপাট ও সন্ত্রাসের ছোবলে দেশবাসী অতীষ্ঠ। শাসক দলের দুর্নাম বিশ্বমিডিয়া ফলাও করে প্রচার হচ্ছে অহরহ।
তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রাণ পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পোশাক শিল্পের বাজার প্রতিবেশী দেশে ভাগানোর ষড়যন্ত্র হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধি ও পোশাক খাতে নতুন করে অস্থিরতা সেটাই নির্দেশ করে।
রিজভী বলেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে হতাশ-দ্বিধাগ্রস্ত। এর ওপর আবার গ্যাসের দাম বৃদ্ধি পেলে শিল্প-কারখানা বন্ধ হবে।

Comments are closed.