গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে রাফা-রজার দ্বৈরথ

0 ৯৪৬

খেলাধুলা ডেস্ক : ছ’ বছর পর গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি রজার ফেডেরার ও রাফায়েল নাদাল৷শুক্রবার রড লেভার এরিনায় প্রায় পাঁচ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে গ্রিগর দিমিত্রভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছন নাদাল৷পাঁচ সেটের লড়াইয়ে নাদালের পেক্ষে ফল ৬-৩,৫-৭,৭-৬, ৬-৭, ৬-৪৷২৪ ঘণ্টা আগে স্বদেশিও স্ট্যান ওয়ারিঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছন ফেডেরার৷পাঁচ সেটের দীর্ঘ লড়াইয়ে ওয়ারিঙ্কাকে ৭-৫ ৬-৩ ১-৬ ৪-৬ ৬-৩ হারান ১৭টি গ্র্যান্ড স্ল্যামের মালিক রজার৷

রাফা-রজার শেষবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১১ ফরাসি ওপেনে৷ চার সেটের লড়াইয়ে সুইস মাস্টারকে হারিয়ে ষষ্ঠ রোলাঁ গারো খেতাব জিতেছিলেন লাল সুড়কির সম্রাট৷ আর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে শেষবার দু’জনের সাক্ষাৎ হয়েছিল ২০০৯-এ৷ সেবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা৷ মেলবোর্নে রাফা ও রজারের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে৷ সেবার হার হজম করতে হয় সুইস তারকাকে৷

২০১৪ ফরাসি ওপেনের পর প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠলেন নাদাল৷ ওয়ারিঙ্কার বিরুদ্ধে রজারের মহাকাব্যিক লড়াইয়ের পর দিমিত্রভের বিরুদ্ধে রাফার লড়াইটাও ছিল অনবদ্য৷ চোট সারিয়ে কোর্টে ফেরা রাফা শুরুটা দারুণ করলেও একাধিপত্য দেখাতে পারেননি৷ প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেট হারেন নাদাল৷ তৃতীয় সেট টাই-ব্রেকারে জিতে ফের এগিয়ে যান নবম বাছাই স্প্যানিশ তারকা৷ কিন্তু চতুর্থ সেট টাই-ব্রেকারে জিতে ম্যাচ ২-২ করেন দিমিত্রভ৷ কিন্তু পঞ্চম সেটে আধিপত্য দেখিয়ে ম্যাচ পকেটে পুরে নেন নাদাল৷ রবিবার আরও মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায় রড লেভার এরিয়ানা৷

Leave A Reply

Your email address will not be published.