ঘরোয়াভাবে ব্রণ দূর করার চার উপায়

0 ২৭০

স্বাস্থ্য ডেস্ক: ব্রণ ত্বকের সৌন্দর্য ও মাধুর্য নষ্ট করে দেয়। সাধারণত বয়ঃসন্ধিকাল থেকে ব্রণ উঠা শুরু হয়। হরমোনের কারণে উঠা এই ব্রণ থেকে অনেকে খুব দ্রুতই মুক্তি পান। আবার অনেককে এই সমস্যা ভোগায় দীর্ঘদিন। অধিকাংশ তরুণ-তরুণী ব্রণ নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তবে ব্রণ উঠলে চিন্তার কিছু নেই। এমনকি ওষুধ খাওয়ারও প্রয়োজন পড়ে না অনেক সময়

অনেকে ব্রণ দূর করতে ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন। এতে অনেক ধরনের স্কিনের রোগ দেখা দেয়। পাশাপাশি ত্বকেরও ক্ষতি হয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এগুলো ব্যবহার না করাই ভালো।

তাই ব্রণ নিয়ে বেশি চিন্তা না করে কিছু ঘরোয়া উপায়ে দূর করতে পারেন এ সমস্যা। নিচে সেগুলো তুলে ধরা হলো-

১. ব্রণ সারাতে এবং দাগ দূর করতে চন্দন বেটে ও তার সঙ্গে দুই ফোটা লেবুর রস মিশিয়ে ৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

২. গোলাপজল ও দারচিনি গুড়া মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে রাখুন। এতে ব্রণের সংক্রমণ ও ব্যথা কমে যাবে।

৩. নিমপাতা সব ধরনের জীবাণুর জন্য উপকারী। নিমপাতা বেটে তার সঙ্গে চন্দন গুড়া মিশিয়ে লাগালে ব্যথা ও সংক্রমণ দূর হয়।

৪. চালের গুড়া, লেবুর রস পাকা পেঁপে মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি ব্রণ কমাতে অত্যন্ত কার্যকর।

Leave A Reply

Your email address will not be published.