চতুর্থ সপ্তাহেও হাউসফুল শুভর ‘মিশন এক্সট্রিম’

২৮৬
সিনেমাটির দৃশ্যে আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে ৩ ডিসেম্বর একযোগে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বছরের আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’।

চতুর্থ সপ্তাহে এসে সিনেমাটি চলছে দেশের ছয়টি সিনেমা হলে, যার মধ্যে দেশের সবচেয়ে অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে সিনেমাটি। গেল শুক্রবার ও শনিবার সিনেমাটির বিকেলের শো-গুলো হাউসফুল ছিল বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।

বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের শো উপভোগ করা একাধিক দর্শকও হাউসফুল থাকার ব্যাপারটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এনটিভি অনলাইনকে জানিয়েছে, চতুর্থ সপ্তাহেও ‘মিশন এক্সট্রিম’ ভালো যাচ্ছে। বেশ কয়েকটি শো প্রায় হাউসফুল গেছে। দর্শক ভালোই বলা যায়।

তবে ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং অফিসার মো. মাহবুবর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, প্রথম দিকে ‘মিশন এক্সট্রিম’-এর প্রচুর দর্শক ছিল। তবে চতুর্থ সপ্তাহে সেই তুলনায় দর্শক কম। বলা যায়, এখন মোটামুটি চলছে সিনেমাটি।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এ ছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই।

Comments are closed.