চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত-৯

0 ১৬১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের মিশনমোড় নামক স্থানে রাত সাড়ে ৮ টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী পরিবহনের একটি বাস রহনপুর হতে আড্ডা আঞ্চলিক সড়কে ট্রাকের  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ ৯ জন আহত হয়।
আহতরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ  উপজেলার মোঃ খোকার ছেলে ট্রাক চালক মোঃ নুরনবী (২৬), বাসের যাত্রী ভোলাহাটের চরধরমপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে মোঃ মামুন-অর-রশিদ (২২), মুশরিভুজা গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ মেহেদি হাসান, হাসপুকুর গ্রামের স্বামী ও  স্ত্রী তরিকুল ইসলাম ও নাসিমা বেগম, মোঃ তরিকুল ইসলাম (৪৫), মুশরিভুজা গ্রামের সাদেকুলের ছেলে মেহেদী হাসান (২৫), গোমস্তাপুর উপজেলার রামকান্দর গ্রামের মৃত মফিজুদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০), বিভিষন গ্রামের ইয়াসিনের স্ত্রী মোসাঃ মটরী বেগম(৩৮), চাঁদপুর গ্রামের এরফান আলীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম।
এসময় খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিস  আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক আহত ট্রাক ড্রাইভার মোহাম্মদ নূরনবীর অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। অন্যান্যরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
খবর পেয়ে তাৎক্ষনিক গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনাস্থলে পৌঁছান এবং খোঁজ খবর নেন। সবাই সুস্থ আছে বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.