চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ডিসি এ জেড এম নূরুল হক

0 ২৩০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন এ জেড এম নূরুল হক। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতিসহ নৈতিক শিক্ষা প্রদানে উদ্বুদ্ধ করেছেন নূরুল হক। প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমেছে। বর্তমানে মিড ডে মিল চালু আছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে দেয়া হয়েছে বাইসাইকেল। প্রাথমিক শিক্ষার হার বৃদ্ধি করতে নিরলস কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক। শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের প্রশাসনকে জনবান্ধব জেলা প্রশাসনে পরিণত করেছেন। প্রত্যেক সপ্তাহে গণশুনানিসহ সবার জন্য সহজ সেবা নিশ্চিত করতে কাজ করছেন। এ ছাড়াও অসহায় ও দরিদ্র মানুষদের আবাসন ব্যবস্থা করতে অগ্রণী ভূমিকা পালন করছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের সদস্য এ জেড এম নূরুল হক। ইংরেজি সাহিত্যের ছাত্র হিসেবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে এম এস-সি ডিগ্রি অর্জন করেন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জনক। তাঁর জন্ম বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়।তিনি ২০১৮ সালের ১১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে যোগদান করেন।-কপোত নবী।

Leave A Reply

Your email address will not be published.