চাটমোহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুর্ভোগ

১৬৩

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে গুঁড়ি গুঁড়ি টানা দুই দিনের বৃষ্টিতে চরম দুর্ভোগ পড়েছেন ভ্যান চালকসহ নিম্ন আয়ের মানুষ ও কৃষকরা। ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে দুই দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষ ও কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।

বৃষ্টিতে শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে কৃষকের পাকা আমন ধান ও সবজির খেত। সঙ্গে বিপর্যস্ত গবাদিপশু।গত শনিবার সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপজেলার নিম্ন আয়ের মানুষকেই বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। নিম্ন আয়ের মানুষ বৃষ্টিতে ভিজে অটো,নছিমন, ভটভটি, ভ্যান কিংবা অন্যান্য কাজে ঘর হতে বের হয়েছেন।

দুই দিনের টানা বৃষ্টিতে অনেক কৃষকই এখনো আমন ধান ঘরে তুলতে পারেননি। এতে অনেকেরই শুকনো ধান ভিজে গেছে। শেষ সময়ে কষ্টের ফলানো ধান ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।

এদিকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামের কৃষকেরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঘর থেকে গরু-ছাগল বের করা সম্ভব হয়নি। এমন অবস্থায় এসব পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

Comments are closed.