চা খেয়েছেন মোশাররফ করিম, ঘোর কাটছে না জলপাইগুড়ির দোকানদারের

২৬৯
জলপাইগুড়ির চায়ের দোকানে মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

পরিবার নিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা মোশাররফ করিম। সম্প্রতি এই অভিনেতা যোগ দিয়েছিলেন ভারতের কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে।

সেখান থেকে ফেরার পথে জলপাইগুড়ির তেলিপাড়ায় চা পানের জন্য দাঁড়ান মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই দম্পতি। চা খায়েছেন সৌভিক সরকারের দোকানে। বাংলাদেশের এই অভিনেতাকে চা খাওয়াতে পেরে যেন ঘোর কাটছে না এই দোকানদারের।

ভারতীয় গণমাধ্যম এই সময়কে ওই চা বিক্রেতা বলেছেন, ‘আমি তো অবাক যে আমার দোকানে মোশাররফ বাবু এসেছেন। সাত সকালে মোশারফ বাবুকে চা দিতে পেরে আমি ভীষণ খুশি। এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে।’

বাংলাদেশের মত ভারতেও বেশ জনপ্রিয় মোশাররফ করিম। নিয়মিত কাজের প্রস্তুতি চলছে দেশটিতে। এছাড়া চা এই অভিনেতার ভীষণ প্রিয়। ‘চা খোর’ শিরোনামে বেশ কিছু নাটকেও কাজ করছেন।

হঠাৎ এই চা পান প্রসঙ্গে মোশাররফ করিমের ভাষ্য, ‘উত্তরবঙ্গের মধ্যেতেলিপাড়ার চায়ের ব্যাপারে অনেক শুনেছি। কামাখ্যাগুড়িতে নাট্যোৎসবের উদ্বোধনে এসেছিলাম। ফেরার পথে এখানে দাঁড়িয়ে চা খেলাম। ভাল লাগলো। চা কে কেন্দ্র করে এলাকার উন্নয়ন চোখে পড়ার মত।’

Comments are closed.