‘চীনের ভাইরাস গবেষণার ল্যাব পরীক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র’

0 ৩৩৫

আন্তর্জাতিক ডেস্ক: চীনের ভাইরাস গবেষণার ল্যাবগুলোতে প্রবেশ করতে চীনের প্রতি জোরালো দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, বিশ্বকে বোঝা দরকার চীন থেকে কীভাবে করোনা ভাইরাস সৃষ্ট কোভিড-১৯ মহামারীর উদ্ভব হয়েছিল। একই সঙ্গে চীনকেও এ বিষয়ে সবকিছু পরিষ্কার করা দরকার।

বুধবার (২৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ভাইরাসটি চীনেই আবিষ্কার হয়েছে দাবি করে পম্পেও বলেন, ‘চীনের এই ভাইরাস আবিষ্কারের জন্যই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছে। তাদের এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ৫৮ হাজারেরও বেশি এবং সারা বিশ্বে দুই লাখেরও বেশি মানুষ মারা গিয়েছে।’

পম্পেও বলেন, ‘চীনে এমন অনেক ল্যাব রয়েছে যেখান থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে, তবে আমরা এখনও জানতে পারিনি তারা পুনরায় এটিকে রোধ করতে কাজ করছে কিনা।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ১৫ এপ্রিল দাবি করেন যে, চীনের উহানের যে পরীক্ষাগার থেকে এই ভাইরাস উদ্ভব হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে। তবে (২৮ এপ্রিল) ল্যাবটির প্রধান রয়টার্সকে জানিয়েছেন, এই দাবির আসলে কোনও ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে পম্পেও আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এমন দেশগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি, যারা সংক্রামক রোগজীবাণু নিয়ে গবেষণা চালাচ্ছেন। আমরা কেবল চীনেই নয়, আমরা আমাদের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটগুলি এবং আমাদের সিডিসি থেকে এই জাতীয় ভাইরাসগুলো রোধ করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।’

Leave A Reply

Your email address will not be published.