চীনে করোনা ভাইরাস আতঙ্ক: বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

0 ৩৭১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: চীনের উহান প্রদেশসহ দেশটির বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস নামক এক ধরনের সংক্রমণ। এতে এখন পর্যন্ত দেশটিতে ৮০ জনের প্রাণহানির খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে। এমতাবস্থায় চীনে অবস্থানরত যেসকল বাংলাদেশি দেশে ফিরতে ইচ্ছুক তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সকালে দেয়া পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই পোস্টটি পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নাগরিক যারা চীন থেকে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য।

আমরা চীন সরকারের সাথে এই বিষয়ে আলোচনা শুরু করেছি। কি প্রক্রিয়ায় এটি করা হবে তা বাস্তবতার নিরিখে স্থানীয় প্রশাসনের সাথে সম্মতির ভিত্তিতে করা হবে।

আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।

এই বিষয়ে আজকের দিনের শেষে একটি প্রাথমিক নির্দেশনা জারি করা হবে যার মূল উদ্দেশ্য থাকবে আগ্রহীদের তালিকা প্রনয়ণ।’


উল্লেখ্য, গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস নামের একটি ভাইরাসের সংক্রমের কথা জানানো হয়। এর পর দ্রুত সময়ে তা দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে প্রায় ৩০০ রোগীর অবস্থা আশঙ্কাজনক। এই সংক্রমণে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা।

এদিকে প্রাণঘাতী এই করোনা ভাইরাই ইতোমধ্যে প্রতিবেশী দেশ ভারতসহ অন্তত ১৩ দেশে ছড়িয়ে পড়ছে। এমতাবস্থায় চীনে অবস্থানরত, বসবাসরত কিংবা ভ্রমণরত বাংলাদেশিদের দ্রুত নিরাপদে দেশে ফিরিয়ে আনতে হটলাইল চালু রয়েছে। হটলাইন নম্বর : ৮৬-১৭৮০১১১৬০০৫।

Leave A Reply

Your email address will not be published.