জয়ের নামে ছাগল কোরবানি দেবেন অপু, বুবলী দিচ্ছেন গরু

0 ৬১
অপু ও বুবলী। ছবি : ফেসবুক থেকে নেওয়া

ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঢাকার শোবিজের তারকারাও এই ঈদে পশু কোরবানি দিচ্ছেন। শুধু মুসমিল ধর্মের তারকা নয় অন্য ধর্ম অনুসারী তারকাদের মধ্যেও অনেকেই এই কোরবানিতে অংশ নিয়ে থাকেন।

এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসও কোরবানি দিচ্ছেন। ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন এই নায়িকা। ইতোমধ্যে সাদা রঙ্গের একটি ছাগল কিনেও এনেছেন তিনি।

প্রতি বারের মত এবারও বুবলী কোরাবনি দিচ্ছেন। তিনি গরু কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। নায়িকার ভাষ্য, কোরবানির ঈদ তো আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। এই ঈদ আমাদের ত্যাগি হতে শেখায়। পশু কোরবানির মাধ্যমে মনের পশুত্বকেও কোরবানি দিতে শেখায়। প্রতি বছরের মত এবারের ঈদেওগরু কোরবানি ।

প্রতি বছরের ঈদুল আজহা উপলক্ষে বিদ্যা সিনহা মিম তার বাসার গৃহকর্মী ও ড্রাইভারের জন্য কোরবানির পশু কিনে কোরবানিতে অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.