জাতিসংঘে ভাষণ দেবেন জেলেনস্কি

২০৮
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুচা শহরে নাগরিকদের হত্যার ঘটনায় স্বচ্ছ ও খোলামেলা তদন্ত চান জানিয়ে বলেন, এ বিষয়ে তিনি স্থানীয় সময় আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সেনাবাহিনীকে খুঁজে বের করার দাবি জানান। খবর বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, আমরা স্বচ্ছ, পরিপূর্ণ তদন্তে আগ্রহী। আর এ তদন্তের ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যাখ্যা করা হবে।’

বুচা শহরে তিন শতাধিক বেসামরিক নাগরিককে রাশিয়ার সেনাবাহিনী হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন জেলেনস্কি।

তিনি বলেন, সেখানে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে বলে প্রমাণ রয়েছে। তবে বিবিসি এ অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি।

জেলেনস্কি আরও বলেন, কিয়েভ, চেরনিহিভ, সুমি অঞ্চলে দখলদারেরা যা করেছে, নাৎসি হামলার পর থেকে এমনটা ঘটেনি। দখলদারদের এর দায় নিতে হবে।

জেলেনস্কি বলেন, যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সেনাবাহিনীর সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব শনাক্ত করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে যৌথভাবে এ কাজ করতে হবে।

ইউক্রেনের নেতা জেলেনস্কি আরও বলেছেন, তিনি তদন্তকাজ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভর দ্য লিয়েন, পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা ও অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামেরের সঙ্গে আলোচনা করেছেন।

Comments are closed.