ঝিকরগাছায় ৯ মাসের হাফেজের মৃত্যু

0 ২০৬
ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় গাছে উঠে আম পাড়তে গিয়ে আহত হওয়া ৯ মাসের হাফেজ গোলাম রব্বানী (১৫) নামে এক মাদ্রাসা ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ।
মঙ্গলবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গোলাম রব্বানী উপজেলার কুলবাড়ীয়া গ্রামের শাহাদাৎ হোসেনের ছোট ছেলে ও একি গ্রামের কুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
জানা যায়, সম্প্রতি করোনা কালীন সময়ে মাদ্রাসা বন্ধ ছিলো। সেই সময় গোলাম রব্বানি আম গাছে আম পাড়তে গেলে গাছ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভাঙ্গাসহ গাড়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় ।এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগআঁচড়ায় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহতের চাচা সাংবাদিক সেলিম আহম্মেদ জানান, গোলাম রব্বানি বেঁচে নেই। জন্মের পর থেকেই সে আমাদের লালন পালনে  বড় হয়েছে। সে মাত্র ৯ মাসে ৩০ পারা কোরানের হাফেজ ছিল।
এদিকে ৯ মাসে ৩০ পাড়া কোরানের হাফেজ গোলাম রব্বানীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে বিহব্বল গোটা পরিবার।

Leave A Reply

Your email address will not be published.