ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে সাড়ে ২৩ লাখ টাকা জরিমানা

0 ৩০২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে একদিনে ৫ হাজার ৭৯৫টি মামলা ও ২৩ লাখ ৪৭ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৫০টি গাড়ি ডাম্পিং ও ৬৫৭টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিনে ও রাতে ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, এসব মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯১৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৫৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৯২টি, পুলিশের স্টিকার ব্যবহার করার জন্য ১টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৫৬০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৯১টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৪৮টি ভিডিও মামলা ও ১৬টি সরাসরি মামলা করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.