ট্রাম্পের বাড়ি থেকে অতি গোপনীয় নথি পেল এফবিআই

২৫৪
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

সাবেক মার্কিন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগো থেকে অতি গোপনীয় নথি উদ্ধার করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। এ সপ্তাহে ওই বাড়িতে এ তল্লাশি চালায় এফবিআই। এই প্রথম কোনো সাবেক মার্কিন রাষ্ট্রপতির বাড়িতে ফৌজদারি তদন্তের জন্য তল্লাশি চালানো হলো। খবর বিবিসির।

প্রতিবেদন থেকে জানা যায়, এজেন্টরা নথির ১১ সেট সরিয়ে ফেলেছে, যার মধ্যে কিছু ‘টিএস/এসসিআই’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব নথি মার্কিন জাতীয় নিরাপত্তাকে ‘গুরুতর’ ক্ষতি করতে পারে।

যদিও ট্রাম্প তাঁর ওপর অভিযোগ অস্বীকার করে বলেছেন—এগুলো আগেই প্রকাশিত।

গত শুক্রবার বিকেলে বিচারক সাত পৃষ্ঠার নথি মুক্ত করার পর মার-এ-লাগো থেকে জব্দ জিনিসপত্রের তালিকা প্রকাশ করা হয়। ওই নথির মধ্যে ট্রাম্পের বাড়িতে অনুসন্ধান অনুমোদনের পরোয়ানা ছিল।

এর মধ্যে বিশ বক্সের বেশি জিনিসপত্র সোমবার নেওয়া হয়। এর মধ্যে ছবি, হাতে লেখা নোট, ‘ফান্সের প্রেসিডেন্ট’ বিষয়ে অনির্দিষ্ট তথ্য এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রজার স্টোনের পক্ষে লেখা একটি ‘ক্ষমা’র চিঠি ছিল। এ ছাড়া চার সেট অতি গোপনীয় ফাইল, ক্যাশে তিনটি সেট ‘গোপন নথি’ এবং তিনটি সেট ‘গোপনীয়’ উপাদান ছিল।

Comments are closed.