ঠিক জানি না, কেন শীত এলেই রেল দুর্ঘটনা ঘটে: প্রধানমন্ত্রী

0 ৩৩০

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষকে চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও আরও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (বেজপা) এর গভর্নর বোর্ডের ৩৪তম সভায় তিনি এ নির্দেশ দেন। এর আগে গতকাল সোমবার রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। আহতদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।ব্রেকিংনিউজ
সিগন্যাল অমান্য ও রেল কর্তৃপক্ষের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারলাম, কিন্তু রেল দুর্ঘটনা থেকে এই মানুষগুলোকে বাঁচাতে পারলাম না। আমাদের রেলে যারা কাজ করে তাদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। চালকদেরও উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন।’
তিনি বলেন, ‘ঠিক জানি না, কেন শীত মৌসুম এলেই আমাদের দেশে নয় শুধু, সারা বিশ্বেই রেলের দুর্ঘটনা ঘটতে থাকে।’
এসময় তিনি রেল যোগাযোগকে সবচেয়ে ঝুঁকিমুক্ত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বলেও উল্লেখ করেন।

Leave A Reply

Your email address will not be published.