ড্রোন চোর চিন! ওটা তোমরাই রেখে দাও

0 ৮০৮

drone-1আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন আটকানো নিয়ে ক্রমশ সংঘাতে জড়াচ্ছে আমেরিকা-চিন। এই প্রসঙ্গে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন “ওয়াশিংটনের উচিত চিনের বাজেয়াপ্ত করা মানুষবিহীন ডুবোযানটি ফেরত না নিয়ে সেটি চিনের কাছেই রাখতে দেওয়া”। এর আগে তিনি চিনকে অভিযুক্ত করে বলেন ‘মার্কিন ডুবোযানটি তারা চুরি করেছে’।

দক্ষিণ চিন সাগরে চালকবিহীন একটি মার্কিন ডুবোযান আটক করার পর চিন সমুদ্রসীমায় মার্কিন নজরদারি বন্ধের আহ্বান জানায়। পেন্টাগনও বলে যে, বৈজ্ঞানিক গবেষণা কাজের জন্যে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল।  এর মধ্যে নজরদারির কোনও প্রশ্নই নেই বলে দাবি মার্কিন আধিকারিকদের। আর সেজন্যে ড্রোনটিকে আমেরিকার কাছে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। এরপর ডুবোযানটি ফেরতের বিষয়ে বেজিংয়ের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানায় পেন্টাগন।

Leave A Reply

Your email address will not be published.