ঢাকার ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন মেসি

0 ২৭৪

স্পোর্টস ডেস্ক: আগামী মাসে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ১৮ নভেম্বরের সেই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। গত কোপা আমেরিকায় ‘কনমেবল’ বিপক্ষে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞায় আছেন তিনি।

রবিবার (১৩ অক্টোবর) স্পেনের এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভালেরো স্টেডিয়ামে ইকুয়েডরকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি মেসির প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মেসি এখন নিষেধাজ্ঞার কারণে খেলছে না। দলের বাইরে আছেন সার্জিও আগুয়েরো। সে চোটে ভুগেছে। ক্লাবে শতভাগ অনুশীলন করতে পারছে না। দুজনই পরের মাসে ফিরবে এটা নিশ্চিত।

গত কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন লিওনেল মেসি। ফলে আন্তর্জাতিক ফুটবলে ৩ মাস নিষিদ্ধ হন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

Leave A Reply

Your email address will not be published.