তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না : হানিফ

১৬৭
কুষ্টিয়ায় নিজ বাসভবনে আজ বৃহস্পতিবার বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ছবি : সংগৃহীত

এই দেশে তত্ত্বাবধায়ক নামে সরকার আর কোনোদিন আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেছেন, ‘এ আন্দোলন সফল হবে না।’

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

‘সরকারের পতন হলে কোথাও আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না’ বলে বিএনপির সমাবেশে নেতারা যে মন্তব্য করেছেন, সে বিষয়ে হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগের শেকড় এই দেশের মাটির অনেক গভীরে, তাই দেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না।’

হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহু চেষ্টা করেছিলেন। জাতির পিতাকে হত্যার পর জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়েছিল। বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করে গুম করেছিল। কিন্তু জিয়াউর রহমানের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল।’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.