তামিম-মুশফিকদের নতুন ‘ট্রেনার’ ট্রেভর

0 ২৭৭

স্পোর্টস ডেস্ক: মারিও ভিল্লারায়েনের চলে যাওয়ার পর অনেক ধরেই নতুন ট্রেনারের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত ট্রেনারের খোঁজে দেখা মিললো নিকোলাস ট্রেভর লি’র। তাকে আগামী তিন বছরের জন্য ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ পদে নিয়োগ দিচ্ছে বোর্ড।

চলতি বছরের মার্চ থেকে ২০২৩ সালের ভারতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হচ্ছে।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্জাইজি সানরাইজার্স হায়দরাবাদের ডাকে সাড়া দিয়ে তামিম-মুশফিকদের ট্রেনারের চাকরি ছাড়েন মারিও ভিল্লাভারায়েন।

নতুন ট্রেনার হিসেবে বিসিবির সঙ্গে যোগ দিতে যাওয়া ট্রেভর শুধু ট্রেনার নয়, তাকে আরও বড় পদে নিয়োগ দিচ্ছে বিসিবি। জাতীয় দলের পাশাপাশি পরের পর্যায়ের ক্রিকেটারদের ফিটনেস নিয়েও কাজ করবেন ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ হতে যাওয়া ট্রেভর।

উল্লেখ্য, ২০১০ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেটার ছিলেন ট্রেভর। এর আগে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে কাজ করেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ট্রেনার হিসেবে চাকরি নেন। ৩৬ বছর বয়সী ট্রেভরের কাঁধে এবার টাইগারদের দায়িত্ব।

Leave A Reply

Your email address will not be published.