তারেক রহমান পাকিস্তানের নাগরিক: হানিফ

0 ৬৭৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ‘পাকিস্তানের নাগরিক’ দাবি করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, ‘তারেক রহমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছেন। জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক। বিশ্বের বড় বড় সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্যতা। সন্ত্রাসী কখনও রাজনীতিবিদ হতে পারে না।’

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০১৮ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের নাগরিকত্ব ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন দাবি করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে মিথ্যাচার করে বলেছেন- তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। ফখরুল সাহেবকে বলতে চাই- তারেক রহমান পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে জন্মসূত্রে তিনি পাকিস্তানের নাগরিক।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি সংবাদ সম্মেলন করে বলেছেন, আওয়ামী লীগ জননেতা তারেক রহমানকে নিয়ে চাপে আছে। আমি বলতে চাই, ‘পাগলের সুখ মনে মনে’, বর্তমান সরকার তারেক রহমানকে নিয়ে কোনেও চাপে নেই।’ এসময় তিনি বিএনপির মহাসচিবকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন।

তারেক রহমানের সমালোচনা করে মাহাবুব-উল আলম হানিফ বলেন, ‘দাউদ ইবরাহীমদের মত মাফিয়াদের সঙ্গে তারেক রহমানের সখ্যতা। আর তাই একজন সন্ত্রাসী কখনই রাজনীতিবিদ হতে পারে না। আর বিএনপির নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এতটাই দুর্নীতিগ্রস্ত যে, তারেককে দলে রাখার জন্য বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭টি ধারাই বাদ দিয়ে দিয়েছে।’

ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রসমাজকে হতে হবে আগামী দিনের পথপ্রদর্শক। কারণ বঙ্গবন্ধু এই জাতিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে একমাত্র পন্থাই ছিল ছাত্রসমাজ।’

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়েজিত আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। এছাড়াও আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.