দলে সাকিব-মুশফিকের অভাব দেখছেন ডোমিঙ্গো!

0 ৩৫৫

স্পোর্টস ডেস্ক : দলে নেই সাকিব-মুশফিক। একজন নিষেধাজ্ঞা ও অন্যজন পারিবারিক কারণে দলে নেই। তাই এই দুজনের অভাব বেশ ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে এই দুই ক্রিকেটারের পাশাপাশি সাইফউদ্দিনের কথাও বললেন টাইগার বস রাসেল ডোমিঙ্গো।ব্রেকিংনিউজ

পিঠের চোটের কাণে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে অবস্থান করছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। পাকিস্তান সফরের আগে সুস্থ হেয়ে ওঠার কথা থাকলেও শেষ অবধি পাকিস্তান সফরে আসা হয়নি সাইফের। অন্যদিকে পারিবারিক কারণে পাকিস্তানে যাননি মুশফিক। তার না আসা নিয়ে পাকিস্তান মিডিয়ায় বেশ আলোচনা হয়েছে। অবশ্য আলোচনার চেয়ে তার ব্যাটিংটাই বেশি মিস করেছে প্রথম দুই ম্যাচে।

মুশফিক না থাকাতে মিডল অর্ডারের কেউই পারফর্ম করতে পারছে না। তাই তো দলের পরাজয়েরর পর সংবাদ সম্মেলনে তাকে ঘিরে প্রশ্নটা ছুঁড়ে গেছে হেড কোচ ডোমিঙ্গোর কাছে। অবশ্য ডোমিঙ্গো সাকিব, মুশফিকের চেয়ে স্কোয়াডে যারা আছে তাদেরকেই বেশি গুরুত্ব দিয়েছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে টাইগার বস বলেন, ‘আমার মনে হয় আমরা তিনজন ক্রিকেটারকে মিস করছি। সাকিব, মুশফিক ও সাউফউদ্দিন। টি-টোয়েন্টিতে কে কোন পজিশনে খেলবে সেটা বড় বিষয় নয়। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলাটাই আসল। কয়েকজন ভালো ক্রিকেটার নেই আমাদের দলে, কিন্তু স্কোয়াডে যারা আছে তারাও ভালো অবস্থানে রয়েছে। সমস্যা হল তারা নিজেদের সেরাটা প্রকাশ করতে পারছে না।’

 

Leave A Reply

Your email address will not be published.