দিনাজপুরে করোনার ২য় ডোজ গ্রহণ করেন পুলিশ সুপার

0 ৬৮৪
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: সারাদেশের ন্যায় দিনাজপুর জেলায়ও করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।  বৃহস্পতিবার  (৮ই এপ্রিল) সকাল ১১:০০ টায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহন করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।
দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে করোনাভাইরাস এর দ্বিতীয় ধাপের টিকা দেওয়া শুরু হয়েছে। সাধারণ মানুষ এই দ্বিতীয় ধাপের টিকা গ্রহণ করছে।
এদিকে গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ১০৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬ জনের নমুনা ফলাফলের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪৯৭৯ জনে,সুস্থ হয়েছে ৪৬৮০ জন,  আর মৃত্যুবরণ করেছে ১০৪ জন।

 

জেলায় করোনাভাইরাস এর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে ১ লক্ষ্য ৪ হাজার ৫৫৬ জন।

Leave A Reply

Your email address will not be published.