প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৫:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১২:১১ অপরাহ্ণ
দীর্ঘ ৩৪ বছর পর রাকসু নির্বাচন নিয়ে আলোচনা ৯ অক্টোবর
[caption id="attachment_101486" align="alignleft" width="300"]
Oplus_131072[/caption]
রাবি প্রতিনিধি: দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সকল কার্যক্রম। এত বছরে ১৩ জন উপাচার্যের দায়িত্ব শেষ হলেও রাকসু নির্বাচন নিয়ে কোনো প্রশাসনই সদিচ্ছা প্রকাশ করেননি। তবে আশার আলো দেখাচ্ছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। রাকসু নির্বাচন নিয়ে উদ্যোগী হয়েছেন তিনি।
রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চিন্তা করছে। এর অংশ হিসেবে আজ (৬ অক্টোবর) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের সাথে আলোচনা করেন।
আলোচনায় সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, প্রথম পর্যায়ে আগামী ৯ অক্টোবর বেলা ১২টায় ক্যাম্পাসে সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে উপাচার্য মতবিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.