দুই বছর আগের মেয়াদোত্তীর্ণ ঔষধ, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা

২৮৬

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সেতুর বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি প্রতিষ্ঠানে ২৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে গাউসিয়া ফার্মেসিতে পাওয়া গেল ২০২০ সালের মে মাসে মেয়াদোত্তীর্ণ ঔষধ!

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও ৫টি প্রতিষ্ঠানকে ১৯,০০০ টাকা জরিমানাসহ আজ ৬টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৯,০০০ টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ হাবিলউদ্দীন এবং আটপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আমিরুল ইসলাম।

জনস্বার্থে এসকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মোঃ শাহ আলম।

Comments are closed.