দুর্গাপুরে নমুনা পরীক্ষায় ৫ জনের মধ্যে ৪ জনেরই করোনা নেগেটিভ

0 ২৯৩
দুর্গাপুর প্রতিনিধি:: রাজশাহীর দুর্গাপুরে আরো দুই ব্যাক্তির করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট ৪ জনের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। করোনা সন্দেহে মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এর আগে উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী গ্রামের এক নারী ও কাশিমপুর গ্রামের এক পুরুষের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এছাড়া ঝালুকা ইউনিয়নের আমগাছী গ্রামের এক নারী ভিক্ষুক ও গৌরীহার গ্রামের ঢাকা ফেরত এক যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এ পর্যন্ত পাঁচজনের মধ্যে চারজনেরই করোনা নেগেটিভ এসেছে। বাকি আছে আর একজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, গত রোববার উপজেলার মাড়িয়া ইউনিয়নের যে দুজনের নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছিল পরীক্ষায় তাদের করোনা ভাইরাস নেগেটিভ এসেছে। মঙ্গলবার ঝালুকা ইউনিয়নের যে দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। এছাড়া বুধবার নতুন করে কিসমত গনকৈড় ইউনিয়নের বড়ইল গ্রামের যে ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আগামীকাল শুক্রবার জানা যাবে। তিনি আরো জানান, জনমনে আতঙ্ক দূর করতে গত রোববার থেকে মেডিকেল টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.