দেশে আরও ৫ জনের মৃত্যু, একদিনে রেকর্ড আক্রান্ত ১৮২: স্বাস্থ্যমন্ত্রী

0 ৩০২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় একদিনে রেকর্ড সংখ্যক ১৮২ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৮০৩ জন হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।ব্রেকিংনিউজ

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৮২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হলো ৮০৩ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫ জন, মোট এখন ৩৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ জন সুস্থ হয়েছে। মোট সেরে উঠেছেন ৪২ জন।’

তিনি বলেন, ‘আপনারা জানেন ইতোমধ্যে আমরা করোনা টেস্টের সুযোগ বাড়িয়েছি। প্রায় ১৭টির মতো চালু হয়েছে। প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যারা টেস্ট করতে চাচ্ছেন তাদেরকেও আমরা অনুমোদন দিচ্ছি।’

‘আমরা নতুন তিনটি কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করছি। এর মধ্যে একটি হলো বসুন্ধরা কনভেনশন সেন্টার ২ হাজার বেডে উন্নীত করা হচ্ছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩শ বেড়ে ও উত্তরা দিয়াবাড়ী চারটি বহুতল ভবনকে আমরা ১২শ বেড়ে উন্নীত করছি। এসবগুলোর কাজ এগিয়ে চলছে। আশা করি অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করতে পারবো। এছাড়াও আমরা আরও বেশ কিছু হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি’- যোগ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা পরিশেষে আরও বলতে চাই- আমাদের মূলমন্ত্র হলো- ঘরে থাকুন সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান, প্রিয়জনকে বাঁচান, নিজেও বাঁচুন এবং দেশকে বাঁচান।’

এসময় তিনি চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ‘করোনা যোদ্ধা’ আখ্যা দিয়ে তাদের ধন্যবাদ জানান।

Leave A Reply

Your email address will not be published.