দেশে খাদ্যের অভাব নেই : শিক্ষামন্ত্রী

0 ২১৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিশ্বের বহু দেশ যখন খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটা সাময়িক, বেশি দিন থাকবে না।’

 শুক্রবার (৩০ মার্চ) সকালে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে চাই না। মানুষ এখন আর একইদিনে ৫০০ জায়গায় বোমা-গ্রেনেড হামলা দেখতে চায় না। মানুষ এখন একইদিনে ৫০০ জায়গায় ব্রিজ ও সড়ক উদ্বোধন হচ্ছে, তা দেখতে চায়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে দারিদ্র্যসীমা শতকরা ১৪ ভাগে নেমে এসেছে। পৃথিবীর কোথাও এত দ্রুত দারিদ্র্য কমে না।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ।

Leave A Reply

Your email address will not be published.