ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

0 ২৮৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে ১টি র‌্যালী বেরা হয়। র‌্যালী শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমবায় অফিসার হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমী সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ গুরু, আল-রাজি সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, পাস্কায়েল হেমরম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রাসেল মাহমুদ, উপস্থাপক সেলিম মাহমুদ রাজু, সমবায়ী নেতা মফিজ উদ্দিন, ধামইরহাট থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ধামইরহাটে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু, মোট পরীক্ষার্থী ২৬৮০ জন, অনুপস্থিত-৬৯
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রশাসনের কড়া নজরদারিতে জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর সকাল ১০ টায় সাধারণ, কারিগরি ও মাদরাসাসহ মোট ৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। উপজেলার সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় (এ) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৩১ জন, অনুপস্থিত ০৮ জন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (বি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৮২ জন, অনুপস্থিত-৯ জন, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় (সি) কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৪৫ জন, অনুপস্থিত-১১ জন, অপরদিকে কারিগরি বিভাগে জগদল আদিবাসী স্কুল ও কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১২৮ জন, অনুপস্থিত-৪ জন এবং ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৯৪ জন ও অনুপস্থিত ৩৭ জন ছিল বলে কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুর রহমান, এস.এম খেলাল ই রব্বানী, সাবিহা ইয়াসমিন, কেন্দ্র সচিব ও অধ্যক্ষ ইলিয়াস আলম এবং অধ্যক্ষ মতিউর রহমান জানান। পরিক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায়। নকলমুক্ত ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.