ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা-সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ

১৯৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৭ এপ্রিল বেলা ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

অনুষ্ঠানে ৪২তম বিসিএস থেকে যোগদান করা মেডিকেল অফিসারদের প্রধান অতিথি ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে পুষ্টি বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী বিস্তারিত উপস্থাপন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক,স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.