ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনে প্রস্তুতি সভা

0 ২৭২

ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক এডভোকেসি সভা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি. নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র উদ্যোগে ওয়াস স্কুল প্রজেক্টের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে পরিসদ সভাকক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিদের নিয়ে নতুন এই প্রজেক্টের এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। সভায় উপজেলার ৪টি ইউয়িনের ১৬ মাধ্যমিক স্কুল পর্যায়ে স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত কার্যক্রম চালাবে ওয়ার্ল্ড ভিশনের নতুন স্কুল ওয়াস প্রজেক্ট। বিদ্যালয়ে গিয়ে প্রজেক্টের মাঠকর্মীগণ শিক্ষার্থীদের স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত বিষয়ে সতেচনতামুলক পরামর্শ প্রদান করে শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য রক্ষাই মুলত এই প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য বলে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অমলচন্দ্র ঘোষ, মুকুল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার গ্লোরিয়া রোজারিও, শিশু সুরক্ষা কর্মকর্তা মানুয়েল বৈদ্য, , উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, সম্পাদক ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ, যুব ফোরাম সভাপতি আবু আনছার প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি. নওগাঁর ধামইরহাটে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষ্যে ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলা উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের খাস কামরায় ২৫ নভেম্বর দুপুর ১২ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন, সরকারী এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার কাজল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, চকময়রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের এস.এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অমলচন্দ্র ঘোষ, মুকুল হোসেন, খোরশেদা আক্তার খুশি, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন প্রমুখ। সভায় আগামী ডিসেম্বর মাসে বিজ্ঞান মেলা উদযাপনের সিদ্ধান্ত হয় এবং সংশ্লিষ্ট সকল বিজ্ঞান মেলায় অংশগ্রহণের আহবান জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.