ধামইরহাটে মন্দির ভাংচুর মামলার আসামীদের কঠোর শাস্তির দাবীতে মানববন্ধন

১৬০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের নিকেশ্বর পুর্নেন্দু সর্বমঙ্গলা দেবী কালিমন্দির জবর দখলদারদের শাস্তির দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ৭ মের বিকেল ৪টায় ধামইরহাট থানার সামনে ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পার্শে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামইরহাট উপজেলা ও পৌর শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এতে হিন্দু সম্প্রদায় এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলার ধামইরহাট ইউনিয়নের নিকেশ্বর পূর্ণেন্দ সর্বমঙ্গলা দেবী কালিমন্দিরে ৩.৯৫ একর সম্পত্তি জবর দখলকারীদের শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ধামইরহাট উপজেলা শাখার সভাপতি প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো.শহীদুল ইসলাম, সহ-সভাপতি চৌধুরী চান মোহাম্মদ বালিকা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, নির্বাহী সভাপতি এড. আশরাফুদৌলা নয়ন,সাধারণ সম্পাদক কাউন্সিলর মেহেদী হাসান, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি আমজাদ হোসেন, ক্বারী মো.আবু সুফিয়ান হোসাইন, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, আদিবাসী নেতা এসসি আলবার্ট সরেন, আদিবাসী নির্যাতিতা নারী মালতি ভেংরা, পুজা উদযাপন পরিষদের সম্পাদক রামজনম রবিদাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা মাহাতো, সম্পাদক তাপল পাল প্রমুখ।
উল্লেখ্য গত ২৪ এপ্রিল রাতে নিকেশ্বর পূর্ণেন্দু সর্বমঙ্গলা দেবী কালিমন্দিরের প্রাচীর ইট একটি চক্র তুলে ফেলে। এতে হিন্দু সম্প্র্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ওই ঘটনার প্রেক্ষিতে মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র বর্মণ বাদী হয়ে জাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশীদ পবনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। তবে মামলার ১নং আসামী ইউপি সদস্য পবন জামিনে রয়েছে।

Comments are closed.