ধামইরহাট থানায় ৭ই মার্চ ও উন্নয়নশীল দেশ হিসেবে জাতিসংঘের সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎসব পালন

0 ২৯৫

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় নওগাঁর ধামইরহাট থানায় ১ম বারের মত আলাদাভাবে উৎসব মুখর পরিবেশে ৭ই মার্চ পালন করা হয়েছে। সেই সাথে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হিসেবে জাতি সংঘের সুপারিশ প্রাপ্তি আনন্দ উৎসব পালন করতেও দেখা গেছে ধামইরহাট থানায়।

 

এ উপলক্ষে রবিবার বিকেল ৫ টায় থানা চত্বরের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

ওসি আবদুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, ইন্সপেক্টর তদন্ত মেহেদী মাসুদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সালেহ উদ্দিন আহমেদ, কাউন্সিলর মুক্তাদিরুল হক, মেহেদী হাসান প্রমুখ।

 

পরে মুজিব সেরা কণ্ঠের প্রতিযোগি শ্যামলী রানী, নিশাদ তাসনিম নুশরাত ও ভারতীয় চ্যানেল জি-বাংলার মিরাক্কেল পারফরমার তানভীর সরকার ও ধুমকেতু ব্যান্ডের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Leave A Reply

Your email address will not be published.