ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফিজিওথেরাপী প্রদান

0 ৩৮০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁর তত্বাবধানে ধামইরহাট প্রতি বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ফিজিও থেরাপী প্রদান করা হয়েছে।  গতকাল ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনায় শতাধিক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের চিকিৎসা ও সেবা প্রদান করেন ক্লিনিক্যাল ফিজিও থেরাপিষ্ট ডা. মো. গোলাম কিবরিয়া। কার্যক্রমে সহযোগিতা করেন থেরাপী সহকারী নাজমুল সাকের।

 

এ সময় প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক ইস্রাফিল হোসেন, আবু মুছা, দিল আফরোজ শিল্পী, উম্মে কুলসুম প্রমুখ। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের তত্বাবধানে ধামইরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা ভেবে তাদেরও অন্যদের মত চিকিৎসার সেবা পাবার অধিকার জন্য জন্য এমন উদ্যোগ গ্রহণ করেছেন বলে ধামইরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ড. ফিজার আহমেদ জানান।

 

Leave A Reply

Your email address will not be published.